নির্দেশনা না মেনে গরমের মধ্যেও স্যুট-টাই পরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ায় কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ভর্ৎসনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বিডিনিউজের।
সোমবার সকাল ১০টায় মন্ত্রিসভা বৈঠক শুরুর পরপরই প্রধানমন্ত্রী স্যুট-টাই পরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, গরমে স্যুট-টাই পরে এসেছেন কেন? এটা কি আমাদের ড্রেস না কি? ওগুলো ব্রিটিশদের ড্রেস। ব্রিটিশদের গোলামী করেছেন, তার অভ্যাস এখনও যায়নি।”
বৈঠক সূত্র জানায়, রেলমন্ত্রী মুজিবুল হক, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক সুট-টাই পরে মন্ত্রিসভায় এসেছিলেন। এছাড়া পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরে এসেছিলেন সুট।
সূত্র আর জানায়, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ফিসফিস করে প্রধানমন্ত্রীকে কিছু একটা বলেন। এরপরেই স্যুট-টাই নিয়ে কথা বলা শুরু করেন প্রধানমন্ত্রী।”
উল্লেখ্য, আনুষ্ঠানিক বাধ্যবাধকতা ছাড়া মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অফিসে স্যুট-টাই না পরতে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব