একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ পিটিশন খারিজের আদেশ ট্রাইব্যুনালে পৌঁছানোর পরই ফাসিঁর রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
কামারুজ্জামানের রিভিউ খারিজ হওয়ার পর সোমবার বিকেলে আইনমন্ত্রী একথা জানান।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সোমবার সকালে খারিজ করে ফাঁসির রায় বহাল রাখে আদালত।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব