আজ ৭ এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস। আমরা প্রতিনিয়ত নানাভাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। আর তাই প্রতিবছর নতুন করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় 'নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ্য জীবনের অঙ্গীকার’।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা থেকে শুরু করে খাবার-দাবারের বিষয়ে দরকার বাড়তি সচেতনতা। বিশেষ করে মাছ, মাংস, ফলমূল, শাক-সব্জিতে মেশানো হচ্ছে নানা ধরনের রাসায়নিক ও কীটনাশক। পাশাপাশি ফরমালিন তো রয়েছেই। এতে মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এমন মন্তব্য চিকিৎসক আর পরিবেশবাদীদের। আর তাই যার যার অবস্থান থেকে আমাদের সকলকেই সজাগ থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।