ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলা থেকে আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, আজ সকালে সরাইলের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মতৃদেহ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, নবীনগরের সুহাতা টেম্পু স্ট্যান্ডের পাশে সকাল সাড়ে ৯টার দিকে পাওয়া যায় ২৫ বছর বয়সী এক যুবকের লাশ। অন্য কোথাও হত্যা করে লাশ সেখানে ফেলা রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৫/ রশিদা