বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'আমি মনে করি, ভেজাল খাদ্য ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডতুল্য শাস্তি হওয়া উচিত। আর আইন কঠোর হলে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব হবে।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ জীবনের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের মানুষকে সুস্থ জীবন ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা অঙ্গীকারাবদ্ধ হলে মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে পারবো।’
তিনি বলেন, ‘আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, তাহলেই খাবারে ভেজাল মেশানো বন্ধ করা সম্ভব। সম্বিলিতভাবে কাজ করলে আমি আশা করি, আগামি কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ভেজাল খাবার বলে কিছুই থাকবে না।’ খাদ্য পরিদর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদেরকে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যারা খাদ্যে ভেজাল মেশায় তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্য।’
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নূরুল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পারানিথারান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশে প্রতিনিধি ডেভিড ডব্লিউ ডোনার্ট প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।