অভ্যন্তরীণ রুটে চলাচল করতে আর কোনো বাধা নেই বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের মিশর থেকে লিজ আনা 'ময়ূরপঙ্খী' উড়োজাহাজটির। গতকাল থেকেই অভ্যন্তরীণ রুটে উড়াল দেওয়ার কথা ছিল ড্যাশ ৮ কিউ ৪০০ নামে বিমানটির। কিন্তু এর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও নিউম্যাটিক বাল্ব কাজ না করায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পরে অবশ্য বিদেশ থেকে নিউম্যাটিক বাল্ব এনে ত্রুটি সারানো হয়। এর ফলে পরিবর্তিত সূচি অনুযায়ী বিমানটি অভ্যন্তরীণ রুটে চলাচল শুরু করবে।
রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিশর থেকে লিজ আনা ড্যাশ ৮ কিউ ৪০০ বিমান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদের একটির নাম দেওয়া হয় 'ময়ূ্রপঙ্খী' ও আরেকটির 'মেঘদূত' । উদ্বোধনের পরদিন সোমবার অর্থাৎ গতকাল থেকেই বিমান দুটি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট শুরুর কথা ছিল। সে অনুয়ায়ী সোমবার সকাল ৭টা থেকে যাত্রীরা বিমাবন্দরে অপেক্ষা করতে থাকেন ফ্লাইটের জন্য। শেষ পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে তাদের আর বিমানে চড়া হয়নি।
সপ্তাহে ঢাকা-কক্সবাজার রুটে ৬টি ফ্লাইট, ঢাকা-যশোরে ৫টি, ঢাকা-রাজশাহীতে তিনটি, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে সপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে কানেক্টিং ফ্লাইট যথারীতি চালু থাকবে। প্রয়োজন হলে এসব কানেক্টিং ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
বিডি-প্রতিদিন/ ৭ এপ্রিল ২০১৫/শরীফ