এবার পুলিশ প্রশাসনেও বড় ধরনের পদোন্নতির ঘটনা ঘটেছে। এর মধ্যে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে ২১ জনকে এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত আট ডিআইজিকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। গতকাল জনপ্রশাসনেও একই ধরনের পদোন্নতির ঘটনা ঘটেছে। এর ঠিক একদিন পর এবার পুলিশেও একই ঘটনা ঘটলো। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত দুই জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকায় আপাতত তাদের পদোন্নতি কার্যকর হচ্ছে না। তারা হলেন রাজশাহীর পুটিয়ার কোট চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং প্রথম এপিবিএনর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আরো ৬ জন বিদেশে মিশনে থাকায় দেশে ফেরার পর তাদের পদোন্নতি কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
বিডি-প্রতিদিন/ ৭ এপ্রিল ২০১৫/শরীফ