আদালতের নির্দেশনা অনুযায়ী রায় কার্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যেকোনো সময় রায় কার্যকর করা হবে। আর এটি এখন সময়ের ব্যাপার মাত্র’।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এ রায় কার্যকরে যেকোনো নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। তাছাড়া যারা এ রায়ের বিরোধিতা করবে তাদের গণধোলাই দেবে জনগণ’।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব