বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিন মাসের ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী মনে করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বিজয়ের মালা পড়ে ঘরে ফিরবেন। কিন্তু ৯২ দিনেও তিনি তা পারেননি।’ তিনি পরাজিত হয়েছেন।
তিনি বলেন, তিনি বিজয়ী বেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাকে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে হয়েছে। আর খালেদা জিয়ার সঙ্গে এ বিজয় হয়েছে দেশের জনগণের।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব