শেরপুরের রাজাকার আদালত কর্তৃক মৃত্যুদন্ড প্রাপ্ত কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তার লাশ যেন শেরপুরে দাফন করতে না পারে তার দাবীতে শেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সেই সাথে জেলার মুক্তিযোদ্ধারা তার লাশ শেরপুরে যাতে না ঢুকতে পারে সে জন্য জেলার বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নেয়ার ঘোষনা দিয়েছে তারা। অন্যদিকে শেরপুর সেক্টর কমান্ডোর্স ফোরাম ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও কামারুজ্জামানের লাশ শেরপুরে না ঢুকতে দেওয়ার অঙ্গিকার করেছেন।
মঙ্গলবার বেলা ১২টায় শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন এবং পুলিশ সুপার মেহেদুল করিম বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এসময় জেলা কমান্ডার নুরল ইসলাম হিরু, ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন, এটিএম জিন্নত আলী, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমানও অপর এক সাক্ষাৎকারে সরকারের কাছে দাবী জানিয়েছেন, কামারুজ্জামানের দাফন যাতে শেরপুরের মাটিতে না হয়।
এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানি মনি জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কামারুজ্জামানের লাশ যাতে শেরপুরের মাটিতে দাফন না হতে পারে সে জন্য তারা প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব