হবিগঞ্জে মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের শহিদ মিয়ার কন্যা সামিয়া আক্তার (২), একই গ্রামের ইমতিয়াজ উলার ছেলে লাল মিয়া (৬৫), একই উপজেলার রামগঞ্জ গ্রামের আব্দুল মন্নানের ছেলে কলিম মিয়া (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার চরগাও গ্রামের উমর আলীর স্ত্রী রহিমা খাতুন (৩৫)।
পুলিশ জানায়, আজ বুধবার সকাল ৯টার দিকে একটি মাটি বোঝাই টাক্টর হবিগঞ্জ থেকে নবীগঞ্জ যাওয়ার পথে ও বালিখাল থেকে হবিগঞ্জ শহরের একটি ইজিবাইক আসার পথে উমেদনগর এলাকায় সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন ও ৬ জন আহত হয়। গুর“তর আহতদের হাসপাতালে নিয়ে আসার পর আরো ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনয় আহত ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘাতক টাক্টরটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৫/ রশিদা