বড়পুকুরিয়া কয়লা খনি, গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার আবেদন শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার আবেদনগুলো শুনানির জন্য বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।
এর আগে খালেদার আবেদনগুলোর শুনানি চলছিল বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে খালেদার আবেদনটি ছিল রায়ের পর্যায়। রায় হওয়ার কথা ছিল গত রবিবার।
কিন্তু খালেদার আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে বেঞ্চ পরিবর্তনের আবেদন করলে ওইদিন রায় না দিয়ে তিন মামলার আবেদনই পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন দুই বিচারক।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব