সরকার শিগগিরই আরও ১০ হাজার নার্স নিয়োগ করবে। এজন্য পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুর তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, প্রথমবার ক্ষমতায় এসেও আমরা নার্স নিয়োগ দিয়েছি। অনেক নীতিমালা শিথিল করেও নিয়োগ দিয়েছে। এই পেশাকে আমরা অনেক গুরত্ব দিয়েছি।
তিনি বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন। মা-বাবার কাছ থেকেই মানুষের জন্য কিছু করার শিক্ষা পেয়েছি। যা সরকারে এসে করার সুযোগও পেয়েছি। মানবতার সেবার জন্যই আমার প্রতিটি পদক্ষেপ।
নার্সের ঘাটতি পূরণ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও বলেন, এই হাসপাতালের সঙ্গেই আমরা একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছি। আমাদের দেশে রোগীর তুলনায় নার্সের সংখ্যা অনেক কম। পাশাপাশি উন্নতমানের নার্সের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের জন্যই এখানে নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা আশা করছি এখান থেকে উচ্চশিক্ষিত দক্ষ নার্স বেরিয়ে আসবেন। তাঁরা দেশের পাশাপাশি বিদেশের হাসপাতালগুলোতে কাজের সুযোগ পাবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রকল্প পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার বার্হাডের প্রেসিডেন্ট তুয়ান হাজি আমির উদ্দিন আবদুল সাতার।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব