চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন আব্দুল লতিফ এমপি, শামসুল হক চৌধুরী এমপি, আশিকুল্লাহ চৌধুরী এমপিসহ অন্যান্যরা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনকে জলাবদ্ধতা মুক্ত করা ও একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার অঙ্গিকার করেন।