ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার পর লোকসভায়ও সীমান্ত বিল পাস হওয়ার খবর জানিয়ে শেখ হাসিনাকে টেলিফোন করেছেন নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার লোকসভায় বিল পাসের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আসে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী।
এদিকে, লোকসভায় বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও জানিয়েছেন নরেন্দ মোদি।
মোদী টুইটে বলেন, “স্পোক টু বাংলাদেশ পিএম শেখ হাসিনা অ্যান্ড কনভেইড মাই গ্রিটিংস টু দ্য পিপল অব বাংলাদেশ অন দিস ল্যান্ডমার্ক ওকেশন।”
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৫/মাহবুব