বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংসদে সংবিধান সংশোধনী বিল পাস হওয়ায় দেশটির প্রধানমন্ত্রীসহ জনগণকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জান রিপন এ অভিনন্দন জানান।
তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে বিলটি পাস করায় আমরা ভারতের প্রধানমন্ত্রীসহ দেশটির জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
আসাদুজ্জান রিপন অভিযোগ করেন, একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্র চুক্তি করার আগে দেশে বিদ্যমান অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে চুক্তির বিষয়াদি নিযে আলোচনায় সে রাষ্ট্রের সরকার। কিন্তু স্থল সীমান্ত চুক্তির ব্যাপারে বাংলাদেশের সরকার কারও সঙ্গেই আলোচনা করেনি। এখন সেখানে কী রাখা হয়েছে, কী রাখা হয়নি- তা আমরা বুঝতে পারছি না, চুক্তিটি প্রকাশ হলে বোঝা যাবে বাংলাদেশ কতটুকু লাভবান হচ্ছে।
যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত, ন্যাক্কারজনক, নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৫/মাহবুব