রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন ও বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করতে আজ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন ও কবিগুরুর ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন ছাড়াও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত পাসপোর্ট অফিস, মেরিন একাডেমি, জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সম্প্রসারিত ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট ও শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরের হেলিপ্যাড থেকে শুরু করে পাইলট উচ্চ বিদ্যালয়ের সভামঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়ক বর্ণিল সাজে সাজানো হয়েছে। সেইসঙ্গে বিশ্বকবির কাছারি বাড়িও সাজানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব