মুক্তিযোদ্ধা কোটায় অগ্রনী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এ কারণে দু'টি কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি হাইস্কুল এন্ড কলেজ (পুরুষ ও মহিলা শাখা) কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রে এসে পরীক্ষা দিতে না পেরে ওই স্কুলে ভাঙচুর করেছে উত্তেজিত পরীক্ষার্থীরা।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর কয়েকটি কেন্দ্রে নিয়োগ পরীক্ষাটি শুরু হয়। সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। মোহাম্মদপুর প্রিপারেটরি হাইস্কুল এন্ড কলেজ মহিলা শাখা কেন্দ্রে পরীক্ষার্থীদের এক ঘণ্টা বসিয়ে রেখে পরীক্ষা বাতিল বলে ঘোষণা দেওয়া হয়। পর্যবেক্ষকরা জানান, এ কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
এ ঘটনার পর পরীক্ষার্থীরা বাইরে এসে ওই স্কুলে ভাঙচুর শুরু করে। পরে ওই স্কুলের পুরুষ শাখা কেন্দ্রের পরীক্ষাও বাতিল করা হয়।
পরীক্ষা দিতে আসা কয়েকজন জানান, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে। হঠাৎ কী কারণে এই কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হল সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে ব্যক্তিগতভাবে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্ব পালনরত কয়েকজন পর্যবেক্ষক প্রশ্ন ফাঁসের কথা বলেছেন।
বিডি-প্রতিদিন/০৮ মে ২০১৫/ এস আহমেদ