ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৮তম জাতীয় সম্মেলন আগামী ২৫-২৬ জুলাই হবে। এ জন্য আগামী ১০ জুলাইয়ের মধ্যে সংগঠনের সব জেলা শাখাকে কাউন্সিলরদের তালিকা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সোহাগ বলেন, ‘চলতি মাসের ২৮ মে ঢাকা মহানগর উত্তর, ৩০ মে ঢাকা মহানগর দক্ষিণ এবং ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।’
এরআগে, ২৫ মে মুন্সীগঞ্জ, ১ জুন খাগড়াছড়ি, ২ জুন রাঙ্গামাটি, ৩ জুন বান্দরবান, ৪ জুন চট্টগ্রাম উত্তর, ৬ জুন খুলনা জেলা, ৭ জুন খুলনা মহানগর, ১৩ জুন নোয়াখালী, ১৫ জুন পঞ্চগড়, ১৬ জুন গাইবান্ধা, ১৭ জুন লালমনিরহাট, ২০ জুন মৌলভীবাজার, ২১ জুন সুনামগঞ্জ, ২৫ জুন চাঁদপুর, ৪ জুলাই সিলেট মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় নেতারা।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব