আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, গাড়িচাপা দিয়ে মানুষ হত্যায় যদি বলিউড তারকা সালমান খানকে শাস্তি দেয়া হয়, তাহলে বাংলা মটরে মানুষকে গাড়িচাপা দেয়ার জন্য এবং আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার কেন হবে না? আইন সবার জন্য সমান।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে 'বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষার্থে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক' এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, 'বাংলা মটরে যে পরিবারের সদস্যকে খালেদা জিয়া গাড়িচাপা দিয়ে 'হত্যা' করেছে আমি সেই পরিবারকে বলবো দ্রুত তার বিরুদ্ধে মামলা করুন। কারণ আইন সবার জন্যই সমান। একই অভিযোগে যদি সালমান খানের বিচার হয় তাহলে তার বিচার হবে না কেন?'
জনগণের প্রত্যাশা অনুযায়ী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানুষ পুড়িয়ে মারার অভিযোগে মামলার চার্জশিট দেয়ায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদও জানান সাবেক এই বনমন্ত্রী।
তিনি বলেন, 'আল্লাহর বিচার আছে। একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনী ব্রিটিশ পার্লামেন্টের এমপি হয়েছেন, অন্যদিকে ওই ব্রিটেনেই বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ফেরারি আসামি।'
ছিটমহল চুক্তি বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, 'পত্রিকায় দেখতে পেলাম বেগম খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ ৪১ বছর প্রতীক্ষার পর যার জন্য এই চুক্তি বাস্তবায়িত হলো তাকে অভিনন্দন না জানিয়ে খালেদা জিয়া তার হীন মানসিকতার পরিচয় দিয়েছেন।'
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম করিম, ইউনাইডেট ইসলামী পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/০৮ মে ২০১৫/ এস আহমেদ