ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারী। এরমধ্যে রয়েছেন বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। মাত্র ৩২ বছর বয়সে এ নির্বাচনে লন্ডনের সবচেয়ে আলোচিত হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। অন্য দু'জন হলেন সাবেক এমপি রোশনারা আলী ও রূপা হক।
দেশের ভূখণ্ডের বাইরে যুক্তরাজ্যের মতো জায়গায় বাংলাদেশি নারীদের এমন সাফল্যে অত্যন্ত খুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে ভাগ্নি টিউলিপের এমন অর্জনে গর্বিত তিনি। নির্বাচনের আগে থেকেই নিয়মিত পরিস্থিতির খোঁজ খবর রাখছিলেন তিনি। শুক্রবার টিউলিপের বিজয়ের খবর শোনার পরই বাকি সবার সঙ্গে খুশির খবরটি ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী। এ নিয়ে গণভবনে এখন চলছে আনন্দের বন্যা। চলছে মিষ্টি মুখ করা ও করানোর উৎসব।
এদিকে গণভবনে যেমন বইছে আনন্দের বন্যা, তেমনি টিউলিপ ব্রিটেনের এমপি নির্বাচিত হওয়ায় যারপরনই খুশি মা শেখ রেহানা। ফলাফল ঘোষণার পর তিনি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, 'আমি বঙ্গবন্ধুর মেয়ে। শেখ হাসিনার বোন। টিউলিপের মা। আমি গর্বিত।'
শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় লন্ডনের কেমডেন ভোট গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসার টিউলিপকে এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। এরপরই শেখ রেহানা এ মন্তব্য করেন।
টিউলিপ ব্রিটেনের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট।
বিডি-প্রতিদিন/০৮ মে ২০১৫/ এস আহমেদ