ঢাকা দক্ষিণ ও উত্তরে সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ জুমার নামাজের আগে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও জুমার পরে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
আনিসুল হক ও সাঈদ খোকনের সঙ্গে অধিকাংশ ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর এবং ডিসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।