প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টেলিফোনে কথা বলেছেন।
আজ রাত ৮টা ৩২ মিনিটে এ টেলিফোন আলাপ হয়।
লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হওয়ায় ভারত সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী চুক্তি এবং ২০১১ সালে আমার (শেখ হাসিনা) ও তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চুক্তির ধারাবাহিকতায় এ বিল পাস হয়েছে।
এ বিল পাস হওয়ায় সব রাজনৈতিক দল, লোকসভার সব সদস্যসহ ভারতের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।