দক্ষিণ এশিয়ার সুখী দেশগুলোর মাঝে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে থাকা ভুটান ও নেপালের পরেই বাংলাদেশের অবস্থান। ইনস্টিটিউট অব ইকোনোমি অ্যান্ড পিসের 'গ্লোবাল পিস ইনডেক্স'এ তালিকাটি তৈরি করে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে বাংলাদেশ। অর্থাৎ এ দেশগুলোর চেয়ে অনেক সুখী বাংলাদেশের মানুষ।
বিশ্ব সুখ সূচকে অবশ্য সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান ৮৪। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে একটি সুখী পরিবেশ বিদ্যমান এবং দেশটির মানুষের মাঝামাঝি ধরনের সুখী। তালিকায় শীর্ষ স্থানে রয়েছে উত্তর আটলান্টিকের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। দেশটির জনসংখ্যা খুবই অল্প। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুখী দেশ ভুটান।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে সহিংসতা কিছুটা বাড়ায় দক্ষিণ এশিয়া শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে ওপরে উঠে এসেছে। যদিও এই অঞ্চলের দেশগুলো এককভাবে খুব বেশি এগোতে পারেনি, তবে ভুটান, নেপাল ও বাংলাদেশের ইতিবাচক অর্জন হয়েছে।
সূচকে সহিংসতা নিয়ন্ত্রণে খরচের হিসাবে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৫৭ তম অবস্থানে। অভ্যন্তরীণ ও বৈদেশিক সহিংসতার সূচকে বাংলাদেশের স্কোর চারের মধ্যে ১.৫৭। স্কোর যত কম হয়, অবস্থান তত ভালো। পাকিস্তানের স্কোর ৩.৩৮। সামাজিক নিরাপত্তার ডোমেইনে বাংলাদেশের স্কোর পাঁচের মধ্যে ২.৬৩। সামরিকীকরণ ডোমেইনে বাংলাদেশের স্কোর ১.২৩।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে সুখী দেশের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও অস্ট্রিয়া।
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৫/শরীফ