জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিভুক্ত বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকার অফিসে কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন প্রফেসর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, এমবিএ, পিএসসি, এমডিএস, জিএসসি, পিএইচডি।
নতুন কমিটিতে মোট ১৯ জন সদস্য রয়েছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. এডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্র্যান্ডমাস্টার এম এ কে ইউরী বজ্রমুনি এবং যুগ্ম সম্পাদক হিসেবে নিয়োজিত হয়েছেন মি. খালিল আশরাফ। এছাড়া উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) ইউসুফ, ক্যাপ্টেন (অব.) তারিক, অধ্যাপক খালেদ মাহমুদ, খলিল উল্লাহ আশরাফ, মেহেদি হাসান তমাল, সাইদ তানভির রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ সালাম, কাজি মাহিন মাহমুদ, ডিএম ওজায়ের হোসেন, কাওছার মাতুব্বর প্রমুখ।
ব্যুত্থান (Butthan) হলো একটি বাংলাদেশী মার্শাল আর্ট ও আত্মরক্ষা-কেন্দ্রিক ক্রীড়া, যার অর্থ “বৈশিষ্ট্যমণ্ডিত আত্মরক্ষা ও জাগরণ।” এটি ব্যক্তিগত উন্নয়ন ও আত্মরক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করে।
বিডি প্রতিদিন/আশিক