তিনবার সময় পিছিয়েও একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের প্রথম মেধা তালিকা প্রকাশ করতে পারেনি কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২৭ জুন থেকে একাদশের প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশ না হওয়ায় ভর্তি কার্যক্রম পিছিয়ে যাওয়ারও আশঙ্কা করছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এছাড়া ফল নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) ফল প্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ফল প্রকাশে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ শুক্রবার রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের কথা জানায় একই ওয়েবসাইটে। তবে দ্বিতীয় দফায়ও ফল প্রকাশ করতে না পেরে একই ওয়েবসাইটে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে জানানো হয়, ''২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের চলমান কাজে আইআইসিটি, বুয়েট কারিগরি সহায়তা প্রদান করছে৷ আগামী ২৭ জুন ২০১৫ তারিখ সকাল ৮টায় ফলাফল প্রকাশ করা হবে৷'' তবে নির্ধারিত সময়ের পরে আজ শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টায় ওয়েবসাইটে ''২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরনের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেয়া হবে।'' লেখা বিজ্ঞপ্তিটি ঝুলতে দেখা যায়।
এদিকে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় শিক্ষার্থী-অভিভাবকরা উদ্বিগ্ন। একাদশ শ্রেণির একজন ফল প্রত্যাশীর অভিভাবক শোয়েবুর রহমান বাংলাদেশ প্রতিদিনে ফোন করে বলেন, প্রথমদিন অনেক রাত পর্যন্ত জেগে থেকে ফল দেখতে পাইনি। গতরাতেও একই অবস্থা। তিনি প্রশ্ন করেন, 'আসলে সমস্যা কোথায়?''
এবারই প্রথমবার অনলাইনে ও মুঠোফোনে স্মার্ট সিস্টেমে ভর্তি আবেদন করেছে শিক্ষার্থীরা। ৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করেছিল। তবে ভর্তি আবেদনের শুরুতেই এ পদ্ধতিতে নানা জটিলতা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে অভিযোগ করেছিলেন শিক্ষার্থী-অভিভাবকরা।
সে সময় অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেছিলেন, প্রথমবার এ পদ্ধতি চালু হওয়ায় কিছুটা সমস্যা হবে, তবে দুই-একদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।
ঢাকা বোর্ডের তথ্যানুযায়ী, এবার প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন।
কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।
এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবে, তাদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।
এ বছর মাধ্যমিকে উত্তীর্ণ ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী ছাড়াও ২০১৩ ও ২০১৪ সালের পরীক্ষায় উত্তীর্ণরাও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন।
ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশে ক্লাস শুরু হবে। আর ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ আগস্ট।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৫/ এস আহমেদ