২০১৩ সালে সরকার অনুমোদিত চতুর্থ প্রজন্মের নয়টি বাণিজ্যিক ব্যাংকের করপোরেট করহার ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছর থেকে নতুন ব্যাংকগুলো এ সুবিধা পাবে।
অর্থ আইন ২০১৫ সংশোধন করে নতুন ব্যাংকগুলোকে এ সুবিধা দেওয়া হয়েছে। এর আগে প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক কোম্পানিকে এই সুবিধার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে করপোরেট করহার কমছে না বিদেশী ও নন-লিস্টেড ব্যাংকগুলোর।
জাতীয় সংসদে সোমবার অর্থ আইন, ২০১৫ সংশোধনের প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
অর্থমন্ত্রী বলেন, 'চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো তিন বছর পূর্ণ হলে পুঁজিবাজারে আসবে। তাই এসব ব্যাংকের করপোরেট করহার পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক কোম্পানির ন্যায় নির্ধারণের প্রস্তাব করছি।'
ন্যূনতম কর
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতাদের ন্যূনতম কর পাঁচ হাজার টাকা, অন্যান্য সিটি করপোরেশন এলাকার করদাতাদের জন্য চার হাজার টাকা এবং সিটি করপোরেশন এলাকার বাইরের স্থানের করদাতাদের জন্য ন্যূনতম কর তিন হাজার টাকা করা হচ্ছে।
নিত্যপণ্য আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার
আমদানি পর্যায়ে নিত্যপণ্য পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেল, তেলবীজ, গম, চাউলের খুদ, পরিশোধিত ও অপরিশোধিত চিনির ওপর অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করা হয়েছে। বাজেটে এসব পণ্যের ওপর ২ শতাংশ এআইটি আরোপের প্রস্তাব দেওয়া হয়েছিল।
হ্রাসকৃত করের আওতায় মৎস্য খাত
২০১৫-'১৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে মৎস্য খাতের আয়কে হ্রাসকৃত করের আওতায় রাখা হয়নি। তবে প্রধানমন্ত্রীর আগ্রহে অর্থবিল সংশোধনের মাধ্যমে মৎস্য খাতকে হ্রাসকৃত করের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে এই খাতের করহারও পরিবর্তন করা হয়েছে। ২০ লাখ টাকা আয়ের ওপর ৫ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি আয়ের ওপর ১০ শতাংশ হারে করারোপ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/ এস আহমেদ