জাতীয় সংসদের সদস্য পদ টেকাতে অবশেষে অধিবেশনে যোগ দিয়েছেন টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানা। দীর্ঘ ৪৫ কার্যদিবস পর রবিবার চলতি বাজেট অধিবেশনে যোগ দেন তিনি।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ গত দুই অধিবেশনেই অনুপস্থিত ছিলেন রানা। যদিও তার সংসদ সদস্য পদ খারিজ হতে আরো ২৫ কার্যদিবস বাকি ছিলো। এরই মধ্যে অধিবেশনে যোগ দিয়ে সদস্য পদ টিকিয়ে রাখলেন তিনি।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়ার বাসার সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমানুর রহমান রানা ও তার ভাইয়ের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আমানুর রহমান রানা রবিবার অধিবেশনে আসেন এবং হাজিরা খাতায় স্বাক্ষর করেন।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। তবে রবিবার অধিবেশনে যোগ দিলেও আজ সোমবার অধিবেশনের শুরুতে তাকে দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ