সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ১১ হাজার ৯২৫ জন বিদেশি নাগরিক এখন কাজ করছে দেশে। আজ সোমবার তিনি একথা বলেন।
অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অন্যদিকে বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ উত্তীর্ণের পরেও বাংলাদেশে অবস্থান করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের ৪ হাজার ৪৬ জন, চীন ১ হাজার ৪৮২, শ্রীলংকা ১ হাজার ৩৭৩, পাকিস্তান ৭১২ জন, ইংল্যান্ড ৬১৯, ফিলিপাইন ৫২৩, আমেরিকা ৩৩৮, দক্ষিণ কোরিয়া ৩৩৪, থাইল্যান্ড ২৭৫ জাপান ২৩৫, তুরস্ক ১৭০, ইন্দোনেশিয়া ১৪৩, ফ্রান্স ১৩৩, অস্ট্রেলিয়া ১১২, কানাডা ১০৯, জার্মানী ৮৩, নেদারল্যান্ডস ৮২, ইতালি ৮০, ইউক্রেন ৭৮, সুইডেন ৫৩, স্পেন ৬৬, মিশর ৪২, মরিশাস ৩৯, উজবেকিস্তান ৩৭, নিউজিল্যান্ড ২৫, ভুটান ২৪ ও অন্যান্য দেশের ৭১২ জন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৫/ রশিদা