দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দফার ফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে আজ সোমবার। ফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা মঙ্গলবার ও বুধবার ভর্তি হতে পারবে। চার দফা পেছানোর পর অবশেষে একাদশে শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ১১ লাখ শিক্ষার্থীর প্রথম তালিকা গত ২৮ জুন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
প্রথমবার আবেদন করলেও পছন্দের কলেজগুলোতে আসন সংকটের কারণে যাদের তালিকায় রাখা যায়নি, ওই সব কলেজের শূন্য তালিকায় তাদের সুযোগ দিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হচ্ছে।
গতকাল সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রী বলেছিলেন, প্রথম দফায় ভর্তির আবেদন জমা পড়েছে ১১ লাখ ৫৬ হাজার ২২৪টি। এ পর্যন্ত ভর্তি হয়েছে নয় লাখ ২৩ হাজার ১০৫ জন। মোট চার দফায় কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ