বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘দায়িত্বশীল বক্তব্য’ দিতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একে এম শহীদুল হকের পরামর্শকে ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ হিসেবে অভিহিত করেছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। একইসঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার প্রধানের এই ধরনের ‘রাজনৈতিক বক্তব্য’ দেওয়া থেকে বিরত থেকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত শনিবার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির এক ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তব্যে বলেছিলেন ‘পুলিশই আমাদের আন্দোলনের সময় পেট্রোলবোমা মেরেছে। শুধু বোমা নয়, বাসে আগুনও দিয়েছে তারা।’
এই বক্তব্যের প্রতিবাদে পরদিন রবিবার এক অনুষ্ঠানে খালেদা জিয়ার বক্তব্যকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। বিএনপি চেয়ারপারসনকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ারও পরামর্শ দেন পুলিশের আইজি।
এরই প্রতিক্রিয়ায় সোমবার সংবাদ সম্মেলনে ড. রিপন বলেন, ‘এ কথা বলে তিনি কি ইঙ্গিত করেছেন জানি না। তবে আমাদের দলের অবস্থান হচ্ছে, আন্দোলনের সময়ে সৃষ্ট নাশকতার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা নেই। এটি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অনেক আগেই স্পষ্টভাবে উল্লেখ করেছেন।’
রিপন বলেন, ‘আমরা আশা করি, আইন প্রয়োগকারী সংস্থার প্রধানের দায়িত্বে যারা আছেন, তাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলা উচিত নয়। এতে বাহিনীর অধস্তনরা ওই দলের প্রতি আরও বিরূপ মনোভাবাপন্ন হয়। তখন গণতান্ত্রিক স্পেস তো দূরের কথা, লাইফ স্পেসও সংকটাপন্ন হয়ে যায়। আমরা আতঙ্কিত হয়ে যাই।’
তিনি বলেন, আমাদের ছেলেমেয়েদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার দায়িত্ব সচিবকে দেওয়া হয়নি। তিনি এই সাহস কোথায় পেলেন? তবে ভর্তি নিয়ে নৈরাজ্য স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতাদের মধ্যে আসাদুল করিম, সাখাওয়াত হোসেন জীবন, অ্যাডভোকেট জন গোমেজ, শামসুল আলম তোফা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব