জনপ্রশাসনের ১১ পদে রদবদল আনা হয়েছে। এরমধ্যে ৩ অতিরিক্ত সচিব ও ৮ জন যুগ্মসচিব রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. আসমা-উল হোসেনকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ একাডেমিতে (বিপিএটিসি) সংযুক্ত এবং ওএসডি অতিরিক্ত সচিব আনন্দ চন্দ্র বিশ্বাসকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ওএসডি যুগ্মসচিব মো. মিজানুর রহমানকে বিপিএটিসিতে সংযুক্ত, মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের পরিচালক মো. আলী আকবরকে ওএসডি এবং রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সদস্য জোবেদা খাতুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ওএসডি যুগ্মসচিব আফিয়া খাতুনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং ওএসডি যুগ্মসচিব মো. নুরুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের উপপরিচালক মুহাম্মদ আল আমিনকে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের পরিচালক, ওএসডি যুগ্মসচিব মো. শাহাদাৎ হোসেনকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এবং শিল্পকলা একাডেমির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনকে বাংলা একাডেমির সচিব করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই ২০১৫/ এস আহমেদ