একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এতে ১৭ হাজার ৬৪৭ শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন আজ বিকেলে জানিয়েছেন, একাদশে ভর্তির জন্য www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া স্ব স্ব কলেজ পিন ব্যবহার করে তালিকা ডাউনলোড করে নিতে পারবে শিক্ষার্থীরা।
তিনি জানান, দ্বিতীয় মেধা তালিকায় নতুন করে ১০ হাজার ৭২৬ জন এবং মাইগ্রেশনের মাধ্যমে ছয় হাজার ৬৪৭ জনসহ মোট ১৭ হাজার ৬৪৭ জনকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি জটিলতা দেখা দেওয়ার নির্ধারিত সময়ের তিন দিন পর গত ২৮ জুন মধ্যরাতে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হয় ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী।