টাঙ্গাইলের ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। জেলার কান্দিলা নামক স্থানে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-কুষ্টিয়া জেলার অমিত (৩৫), আনছার ড্রাইভার (৪৩), কামরুল হাসান (৩৫), ফজলু মিয়া (৫০), মো. বাবলু (৪৪), কোরবান আলী (২৮), সুমন (৩০), প্রদীপ কুমার (৩২), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হাবু মিয়া (২০),শরীয়তপুর জেলার রফিক (৪০), পাবনা জেলার সাইদুর (২৯), মো. আমিরুল (২৬), ইয়াছিন (৪৫), রাজশাহীর মো. আফছার হোসেন (৪৩)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস কুষ্টিয়া যাওয়ার পথে টাঙ্গাইল বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের চালক ও হেলপারসহ অন্তত ২০জন আহত হন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৭ জুলাই ২০১৫/ এস আহমেদ