১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের নিকলি থানার সৈয়দ মোহাম্মদ হোসাইন (৬৪) ও মোহাম্মদ মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার প্রসিকিউটর তুরিন আফরোজ ট্রাইব্যুনাল-২ এ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।
এ আবেদন আমলে নিয়ে তাদের দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।
বিডি-প্রতিদিন/ ০৭ জুলাই, ২০১৫/ রশিদা