বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পেট্রোল বোমা হামলার নির্দেশদানকারী হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনাল সন্ত্রাস বিরোধী আইন- ২০০৯ এর ২৭ ধারা অনুযায়ী সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করছে সরকার। জাতীয় সংসদে সেলিনা বেগমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনাল গঠিত না হওয়া পর্যন্ত পেট্রোল বোমা হামলার মামলাগুলো বিচারের জন্য দায়রা জজ বা দায়রা কর্তৃক অতিরিক্ত দায়রা জজকে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতা দেওয়া হয়েছে।’ এসব মামলার তদন্ত সুষ্ঠু ও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তা যথাযথ প্রতিপালনের বিষয়টি মনিটর করা হচ্ছে। এসব মামলার মধ্যে গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।
শেখ হাসিনা আরও বলেন, ‘খালেদা জিয়ার হুকুমে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩৪ জনকে হত্যা করা হয়েছে। তাদের ইস্যুবিহীন আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রমের ফলে ১ হাজার ৩৯৫টি যানবাহন, ১৩ দফা ট্রেনে এবং ৬টি লঞ্চে নাশকতা চালানো হয়।’ তিনি বলেন, নিহতদের স্বজন ও আহতদের এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০ কোটি ৩৭ লাখ টাকা প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ জুলাই, ২০১৫/ রোকেয়া।