বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের পক্ষের ৫ জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় পৃথক এ ৩টি মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শহরের কেওয়াটখালী এলাকায় জসিম উদ্দিনের বাসায় হামলার পর অস্ত্রসহ আটক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে সংশ্লিষ্ট মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আহমেদ বাদী হয়ে বুধবার রাতে একটি মামলা দায়ের করেন।
একই এলাকায় ভাঙচুরের ঘটনায় বাকৃবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে আসামি করে অপর আরেকটি মামলা দায়ের করেন জেলা তাঁতীলীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতির ভগ্নিপতি মাহমুদুর রহমান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল পোড়ানোসহ হামলা-ভাঙচুরের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। এ মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের পক্ষের ৫ জনকে আসামি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৫/মাহবুব