রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের জামিন বিষয়ে আদেশের দিন ফের পিছিয়ে ১৩ জুলাই ধার্য করেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে মির্জা ফখরুলের চিকিৎসার জন্য ৫ সদস্যর মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ জুলাই বিকেল ৩টার মধ্যে এই মেডিক্যাল বোর্ডকে ফখরুলের স্বাস্থ্য বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিন, আদালতে ফখরুলের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ পল্টন থানার এই ৩ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন। এরপর গত ২৯ জুন চেম্বার বিচারপতির আদালতে মির্জা ফখরুলের জামিন স্থগিতের আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, চলতি বছরের বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় এ তিনটি মামলা দায়ের করে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৫/মাহবুব