বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুবিধামতো সময়ে ওমরা পালনের জন্য সৌদি আবরে যাবেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সৌদি দূতাবাস খালেদা জিয়াকে ভিসা দেয়নি মর্মে বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশিত সংবাদের তীব্র সমালোচনা করে ড. রিপন বলেন, ‘এসব সংবাদের কোনো বাস্তবভিত্তি নেই। কারণ তারেক রহমান সৌদি আরবের ভিসা পেয়েছেন এবং খালেদা জিয়াকে সৌদি বাদশাহ ওমরা পালনের জন্য প্রতিবারের ন্যায় এবারও আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি কেন জাননি সেটা তার ব্যক্তিগত বিষয়, এটা রাজনৈতিক বিষয় নয়।’
এর ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘দলের শীর্ষ নেতারা মিথ্যা মামলায় কারাগারে আছেন ও বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন। ফলে দলের শীর্ষ নেতাদের এই অবস্থা দেখে হয়তো তিনি ভালো নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৫/মাহবুব