উত্তাল পদ্মার স্রোতে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের শিমুলিয়া প্রান্তের তিন নম্বর রো রো ফেরিঘাটের এপ্রোচ সড়ক ভেঙে গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এপ্রোচ সড়কে ভাঙন শুরু হয়। এতে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শিমুলিয়া প্রান্তের এক ও দুই নম্বর ফেরিঘাট দিয়ে ফ্লাট ফেরি ও কে-টাইপ ফেরি চালু রয়েছে।
বৈরি আবহাওয়ায় পদ্মায় বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে চালু থাকা দুইটি ঘাট দিয়েও ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুট দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যানবাহন চলাচল করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার পদ্মার আকস্মিক ভাঙনে নৌ-রুটের শিমুলিয়া প্রান্তের তিন নম্বর রো রো ফেরিঘাটের এপ্রোচ সড়ক ভেঙে গেছে।
এরপর থেকে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের উভয় প্রান্তে পারাপারের জন্য কয়েক শতাধিক যানবাহন অপেক্ষামাণ রয়েছে।
এপ্রোচ সড়ক মেরামতের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গিয়াসউদ্দিন পাটোয়ারি।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই ২০১৫/ এস আহমেদ