ময়মনসিংহ শহরে পদদলিত হয়ে ২৪ যাকাতপ্রার্থীর মৃত্যুর ঘটনায় পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রেস সচিব ইহসানুল করিম হেলাল। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। যাকাত প্রদানের নামে এ ধরনের আনুষ্ঠানিকতা থেকে বিরত থাকা উচিত।
অন্যদিকে, খালেদা জিয়ার শোক প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। শোক বার্তায় খালেদা জিয়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানানো ছাাড়াও আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ময়মনসিংহ পৌরসভার কাছে নুরানী জর্দ্দা ফ্যাক্টরিতে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৪ জন নিহত হয়েছেন। এবং আহত হন প্রায় ৫০ জন। ঘটনায় পরপরই ফ্যাক্টরি মালিকসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনা তদন্তে পৃথক দু৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৫/মাহবুব