ঈদ উপলক্ষ্যে তৃতীয় দিনের মতো আজ শনিবার সকাল ৯টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কাঙ্ক্ষিত টিকিট পেতে রাত থেকেই কমলাপুর স্টেশনে কাউন্টারের সামনে অপেক্ষা করেছেন টিকিট প্রত্যাশীদের অনেকে।
গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই স্টেশনে ভিড় করতে শুরু করেন টিকিট প্রত্যাশীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। পুরুষদের পাশাপাশি নারীদের ভিড়ও চোখে পড়ে। টিকিটের জন্য সারা রাত লাইনে দাঁড়িয়ে, শুয়ে-বসে, লুডু খেলে, পত্রিকা-বই পড়ে সময় পার করেছেন টিকিট প্রত্যাশীরা।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/ রশিদা