সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদে যাত্রী সেবার লক্ষ্যে বিআরটিসির অতিরিক্ত ৫০৬টি বাসের মাধ্যমে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে। এছাড়া আপদকালীন হিসেবে আরও ৫০টি বাস মজুদ রাখা হবে। তিনি বলেন, কোন অবস্থাতেই জনগণকে ঈদে বাড়ি যাওয়া ও ফিরে আসার পথে দুর্ভোগ পোহাতে দেয়া হবে না। এ পণ নিয়ে ঈদ উপলক্ষে সড়ক বিভাগের সকল কর্মকর্তা রাস্তায় থাকবে।
শনিবার দুপুরে গাজীপুরে ঢাকা ময়মসিংহ মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এসময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সাংগঠনিক পর্যায়ে কিছু সমস্যা থাকতে পারে, যেহেতু আওয়ামী লীগ বড় দল বড় পরিবার। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আমাদের সরকারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, এখানে কোন প্রকার বিভেদ, কোন্দল, দ্বন্দ্ব এ যাবৎ কেউ লক্ষ করেনি। এখানে কোন অাভ্যন্তরীণ সমস্যা নেই। কাকে কোথায় কাজে লাগাবেন, কাকে রাখবেন, কাকে বাদ দিবেন তা প্রধানমন্ত্রীর এখতিয়ার।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/ রশিদা