মানুষ পোড়ানোর নেতৃত্বদানের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিচার সম্পন্ন করতে ঈদের পর বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। বেগম জিয়াও নন। উনি সাবেক প্রধানমন্ত্রী হতে পারেন, তবে সম্প্রতি আন্দোলনের নামে দেড় শতাধিক মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার কর্মকাণ্ডের যে নেতৃত্ব তিনি দিয়েছেন তাতে খালেদা জিয়া অভিযুক্ত। তার নামে মামলা হয়েছে, তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে খালেদা জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি করবেন, না হলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে চলে যাবেন। এর বাইরে তার অন্য কোনো পরিণতি নেই বলে মন্ত্রী উল্লেখ করেন।
উদ্বোধন অনুষ্টানের আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৫/মাহবুব