লাভের জন্য আমি রাজনীতি করি না। আমার বাবা বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেননি। বেঈমানি না করে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আমার শরীরেও সেই রক্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ হোসেনপুর সমিতি আয়োজিত এক ইফতার পার্টিতে এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমি মন্ত্রী থাকি বা না থাকি, রাজনীতি করি বা না করি; কিশোরগঞ্জ-হোসেনপুরের জনগণের জন্য কাজ করে যাব।’
এর আগে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোসেনপুর সমিতির নেতারা বক্তব্যে আশরাফের সততা ও নিষ্ঠা নিয়ে বক্তব্য দেন। অনেকে সৈয়দ আশরাফের দফতর কেড়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
নূরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. মনসুরুল হক, আইডিবি’র প্রেসিডেন্টের উপদেষ্টা মো. আব্দুস ছাত্তার ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবীর।
বিডি-প্রতিদিন/ জুলাই ১৫/ সালাহ উদ্দীন