সপ্তমবারের মতো পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠনের তারিখ। সিলেট সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার এই মামলার চার্জ গঠন করেননি সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক। আগামী ২৫ আগস্ট চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালতের বিচারক মকবুল আহসান।
এর আগে ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই এবং ৩ ও ১০ আগস্ট আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সকল আসামি আদালতে হাজির করতে না পারায় চার্জ গঠনের তারিখ পিছিয়ে যায়।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চার্জ গঠনের নির্ধারিত তারিখে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গৌছসহ জেলহাজতে থাকা ১৪ জনের ১৩ জন আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের (বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি। সব আসামি আদালতে উপস্থিত না হওয়ায় মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। পাশাপাশি আদালত আগামী ধার্য্য তারিখে আরিফুল হককে হাজির করার নির্দেশ দিয়েছেন।
এডভোকেট কিশোর কর জানান, মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন শতাধিক নেতাকর্মী। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। গত ৩ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ থেকে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ আগস্ট, ২০১৫/ রশিদা