ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বুধবার সকাল ৬টার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন। এসময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক।
প্রধানমন্ত্রী সকাল ৮টায় দিল্লি পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি রাষ্ট্রপতি ভবনে যাবেন। এরপর সকাল ১০টার দিকে তিনি বিশ্রাম নেবেন হোটেল তাজ প্যালেসে।
এরপর দিল্লি সময় দুপুর ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকা সময় বিকেল ৬টায় দেশে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, শুভ্রা মুখার্জি (৭৪) মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে মারা যান। শুভ্রা মুখার্জির মৃত্যুতে পৃথক শোকবাণীতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৫/মাহবুব