ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জির ১৩ তাল কাটরা রোডের বাড়িতে রাখা কফিনে এই শ্রদ্ধা জানান তিনি। এরপর দিল্লির লোদি রোডের শশ্মানে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে, শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোয়া ৮টা) দিকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন ছোটবোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
দিল্লি পৌঁছে সরাসরি রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে সমবেদনা জানান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। পরে ১৩ তাল কাটরা রোডে অভিজিৎ মুখার্জির বাড়িতে গিয়ে কফিনে ফুলেল শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান একদিনের এই সংক্ষিপ্ত সফরে শেষকৃত্যে অংশ নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মোদির সরকারি বাসভবনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৫/মাহবুব