নাব্যতা সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিটিসি) সহকারি ব্যাবস্থাপক চন্দ্র শেখর (বাণিজ্য) জানান, পদ্মার লৌহজং টার্নিং চ্যানেলে নাব্যতা সংকটের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কিছু ফেরি ছেড়ে গেলেও তা নাব্যাতা সংকটের কারণে আবার ফিরে আসে। এ কারণে নদীর দুই পাশে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছে হাজার হাজার যাত্রী।
তিনি আরও জানান, পানির উচ্চতা বাড়লে আবার ফেরি চলাচল শুরু হবে। ১৮টি ফেরির মধ্যে রো রো ফেরির চলাচল প্রায় ৮দিন ধরে বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৫/ এস আহমেদ