ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি 'সংক্ষিপ্ত সফরে' আজ শনিবার বাংলাদেশে আসছেন। সদস্য দেশগুলোতে সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসির মহাসচিবের দায়িত্ব নেওয়ার পরপর গত বছর মার্চে প্রথম বাংলাদেশ সফর করেন মাদানি।
সোমবার সকালে তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২২ অাগস্ট, ২০১৫/ এস আহমেদ